শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৬:১৭ পূর্বাহ্ন

তরুণের ঐক্যের বাংলাদেশ চায় মাওলানা আব্দুল হালিম

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ৩০ Time View

 

মোঃ রায়হান পারভেজ নয়ন, নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে উপজেলা ও পৌর শাখার দায়িত্বশীলদের অংশগ্রহণে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত পৌর কমিউনিটি সেন্টারের হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য আব্দুর রশিদ, নীলফামারী জেলা আমীর ও নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের মনোনীত সংসদ প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সাওয়ার।
এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর ড. খায়রুল আনাম, জেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা আন্তাজুল ইসলাম, জেলা শূরা সদস্য ও সৈয়দপুর উপজেলা আমীর হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম, এবং ডিপ্লোমা প্রকৌশলী ফোরামের জেলা সভাপতি আখতারুজ্জামান বাদল।
সভাপতিত্ব করেন সৈয়দপুর শহর আমীর শরফুদ্দিন খান এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন শহর সেক্রেটারি মাওলানা ওয়াজেদ আলী। কর্মশালায় উপজেলা ও শহর শাখার বিভিন্ন ইউনিট থেকে প্রায় তিন শতাধিক দায়িত্বশীল নেতা অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি মাওলানা আব্দুল হালিম বলেন,
দেশে এখনো ধর্মীয় ও রাজনৈতিক পরিচয়ের কারণে অনেক মেধাবী তরুণ মূল্যায়ন বঞ্চিত হচ্ছেন। দাড়ি, টুপি বা হিজাবের মতো চিহ্নের কারণে চাকরিক্ষেত্রেও বৈষম্য চলছে, যা সমাজের জন্য উদ্বেগজনক। অতীতে ছাত্রসমাজ এসব অন্যায়ের প্রতিবাদে ঐক্যবদ্ধ হয়েছিল, যার ফলেই অন্যায়ের শাসনের পতন ঘটেছিল।
তিনি আরও বলেন,আজকের তরুণ প্রজন্ম বিভাজনের রাজনীতি চায় না। তারা চায় ন্যায়ভিত্তিক, ঐক্যবদ্ধ ও উন্নয়নমুখী বাংলাদেশ। আমাদের সবাইকে জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে কাজ করতে হবে যাতে একটি বৈষম্যহীন ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102