
মোঃ ইউসুফ খাঁন, রংপুর
দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি অবৈধ মাদক ব্যবসা, সেবন ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেন। তার নেতৃত্বে পরিচালিত একাধিক অভিযানে ইতোমধ্যে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার এবং বেশ কয়েকজন মাদক ব্যবসায়ীকে আইনের আওতায় আনা হয়েছে।
স্থানীয় সচেতন মহল ও সাধারণ জনগণ জানান, ওসি নাজমুল আলমের দৃঢ় অবস্থান ও মানবিক নেতৃত্বের কারণে রাজারহাটে মাদক নিয়ন্ত্রণে দৃশ্যমান অগ্রগতি হয়েছে। তিনি শুধু অভিযান পরিচালনা নয়, পাশাপাশি মাদকবিরোধী সচেতনতামূলক সভা, স্কুল-কলেজে প্রচারণা এবং তরুণদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে উদ্যোগ নিয়েছেন।
রাজারহাটবাসীর আশা— তার মতো একজন নিবেদিতপ্রাণ কর্মকর্তা থাকলে শিগগিরই রাজারহাট উপজেলাকে একটি মাদকমুক্ত সমাজে পরিণত করা সম্ভব হবে।
আসুন, আমরা সবাই মাদকবিরোধী আন্দোলনে ওসি মোঃ নাজমুল আলমকে সহযোগিতা করি।