শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৩:৩৮ অপরাহ্ন

ষড়যন্ত্রকারীদের মূল উদ্দেশ্য জাতীয়তাবাদী শক্তিকে দুর্বল করা- সাহেদ উদ্দিন

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ২২ Time View

 

নিজস্ব প্রতিবেদক:

ষড়যন্ত্রকারীদের মূল উদ্দেশ্য হচ্ছে জিয়া পরিবার এবং জাতীয়তাবাদী শক্তিকে দুর্বল করা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক প্রজন্ম দলের কেন্দ্রীয় সভাপতি সাহেদ উদ্দিন।

রোববার (৫ অক্টোবর) ঢাকার কেরানীগঞ্জের কদমতলীর সারাহ কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক প্রজন্ম দলের ঢাকা জেলা শাখার এক সভায় তিনি এ কথা বলেন। মো. জোবায়ের হোসেনের সভাপতিত্বে নয়ন হোসেন মনিরের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

দেশি-বিদেশি ষড়যন্ত্র তীব্রভাবে ক্রিয়াশীল হচ্ছে দাবি করে সভার প্রধান অতিথি সাহেদ উদিন বলেছেন, ‘গণতন্ত্রকামী সকল রাজনৈতিক দল এবং জনগণকে ষড়যন্ত্রের বিষয়ে সজাগ থাকতে হবে। ষড়যন্ত্রকারীদের মূল উদ্দেশ্য হচ্ছে জিয়া পরিবার এবং জাতীয়তাবাদী শক্তিকে দুর্বল করা। সে কারণে দেশে সাম্প্রদায়িক শান্তি বিনষ্টসহ বিভিন্ন স্থানে অরাজক পরিস্থিতি সৃষ্টির পায়তারা চলছে।’

তিনি আরো বলেন, ‘যারা গণতন্ত্রের প্রতি আস্থাশীল নয়, তারা নির্বাচন নিয়ে গড়িমসি করছেন। বিভিন্ন পদ্ধতির নামে নির্বাচন বানচালের অপচেষ্টা করছে।’

দেশের তরুণ প্রজন্ম দেড়যুগ ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত উল্লেখ করে তিনি হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘ভোট নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দেশের তরুণ সমাজ তাদের ক্ষমা করবে না।’ জামায়াতের অপরাজনীতি হতে দেশ, সমাজ ও ঈমান বাঁচানোর জন্য আমজনতাকে সচেতন থাকতে হবে।

সাহেদ উদিন আরও বলেন, ‘যদি কেউ পিআর পদ্ধতি চালু করতে চায়, তাহলে সোজাসুজি জাতির সামনে এসে নিজেদের রাজনৈতিক প্রস্তাব তুলে ধরুক, নির্বাচন করুক, জয়লাভ করুক, তারপর পিআর আনুক। কিন্তু বিএনপির ঘাড়ে চেপে কিংবা রাষ্ট্রের ঘাড়ে চাপিয়ে কিছু আদায় করা যাবে না। জাতি এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনই একমাত্র রাস্তা। নির্বাচন ছাড়া কোনো গণতন্ত্র হয় না। তাই, যে যেখানে আছি, সবাইকে নির্বাচনের পক্ষে মাঠে নামতে হবে। বসে থাকলে চলবে না। যারা শহীদ হয়েছেন, তাদের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানাতে হলে গণতান্ত্রিক সরকারের পথেই এগোতে হবে।’

বিশেষ অতিথির বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘বাংলাদেশকে নতুন করে সাজাতে হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার কোন বিকল্প নেই। স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশ যেভাবে এগিয়ে যাওয়ার কথা ছিল, সেভাবে এগোতে পারেনি। গত ৫৪ বছরে পিছিয়ে পড়া বাংলাদেশকে এগিয়ে নিতে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার কোন বিকল্প নেই। বর্তমান অন্তর্বর্তী সরকার বারবার সংস্কারের কথা বললেও ৩১ দফার বাইরে জনগণের জন্য মঙ্গলকর কোন রুপরেখা দিতে পারেনি।’

দ্রুত সংস্কার সম্পন্ন করে আগামী রমজানের মধ্য অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের আহ্বান জানান তিনি।

কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান জিলন বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তৃণমূল পর্যায়ে শক্তিশালী সংগঠন গড়ে তোলার লক্ষ্যে মহানগর, জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়নসহ তৃণমূল পর্যায়ে সংগঠন পুনর্গঠন ও শক্তিশালী করতে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। সভায় সর্বসম্মতিক্রমে মো. জোবায়ের হোসেনকে আহ্বায়ক ও নয়ন হোসেন মনিরকে সদস্য সচিব করে ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102