মিজানুর রহমান, বিশ্বম্ভরপুর সুনামগঞ্জ
সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলায় ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন স্বাস্থ্য সহকারীরা। এমতাবস্থায় ইপিআই, আসন্ন টিসিভি টিকা ক্যাম্পেইনসহ সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে।
সোমবার (৬ অক্টোবর) সকাল ১১টা থেকে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে কর্মবিরতি শুরু করেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন বিশ্বম্ভরপুর উপজেলা শাখার সদস্যরা।
বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন বিশ্বম্ভরপুর উপজেলা শাখার সভাপতি মো. নুরুল আমিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ শামসুল ইসলাম এর সার্ভিক পরিচালনায় কর্মবিরতি চলাকালে বক্তব্য রাখেন বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ হারিস উদ্দিন , স্বাস্থ্য সহকারী – মোছাঃ শিমুলী আক্তার, মোহাম্মদ রফিকুল ইসলাম, মোঃ সেলিম আহমেদ, দেব দুলাল দাস,মোছাঃ লিজা আক্তার, মোঃ শাহীন আহমদ, মোঃ সাদিক মিয়া, বিজয় চন্দ্র পাল প্রমূখ।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ন্যায্য দাবি বাস্তবায়নের জন্য আন্দোলন করেও কোনো সিদ্ধান্ত না পাওয়ায় তারা বাধ্য হয়ে কর্মবিরতি পালন করছেন । তারা দ্রুত ৬ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণাও দেন।