
কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম
করেছি শত শৈবলিনীর জল পান
ভিড়েছি যে ঘাটে যখন তরী,
প্রেমিক আশিক নিয়েছে যত্নে
দুর্বা ধান কুলোয় বরি !
রাজহংস করে কেলি সচ্ছ সরোবরে
যায় কি সে কভু গলিজ নর্দমায়?
হাওড়-বাওড় হ্রদের সফেদ স্ফটিক জল খুঁজি
ঠেলে দিও না গণিকার ক্লেদাক্ত ডোবায় !
পান করেছি কামজ তৃপ্তি পেতে
হাতের আঁজলায় ভরে,
কাখের কলসি থেকে সুধা
যে নারী দিয়েছে অভিলাষ করে !
লুচ্চা লাফাঙ্গা বদমাশ যে যা বলুক
ভালোবাসায় হেনেছে মরণ, জিগ্যেসে নাই কেহ,
ভোগের জীবন নিয়েছি বেছে বিরহে
সঁপেছি জীবন শরাব সাকিতে, ভোগী নারী দেহ!
পথে পথে ঘুরি প্রণয় দাগা সহে
ছলনাময়ী করেছে আমায় ভ্রষ্ট,
যে ঘাটে ভিড়াই তরণী, আমি ‘সম্রাট শাজাহান’
সেথায় পেয়ে যাই ‘মমতাজ’, প্রেমিক শ্রেষ্ঠ!