নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর জলঢাকা উপজেলার খুটামারা ইউনিয়নের পাশাড়িপাড়া এলাকায় নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে বটতলা চাড়ালকাটা নদীতে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।
নিহত দুই শিশু হলো — হাসান আলী (১০), পিতা আতিয়ার রহমান ও মাসুম (৮), পিতা রিদয় হোসেন। দুজনই মামাতো–ফুফাতো ভাই বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দুপুরে দুই শিশু একসঙ্গে নদীতে গোসল করতে নামে। দীর্ঘ সময় পার হলেও তারা আর উঠছিল না। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন এবং বিষয়টি ফায়ার সার্ভিসে জানানো হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে অনুসন্ধান চালিয়ে নদী থেকে শিশু দুজনের মরদেহ উদ্ধার করে।
এই মর্মান্তিক ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, এ মৌসুমে নদীর বিভিন্ন জায়গায় পানির নিচে গভীর খাদ তৈরি হয়েছে, যা বাইরে থেকে সহজে বোঝা যায় না। ফলে শিশুরা প্রায়ই বিপদের মুখে পড়ে।
ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নদীতীরবর্তী এলাকার অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন, বিশেষ করে শিশুদের একা পানিতে না নামাতে অনুরোধ করেছেন।