মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার নীলফামারী
তিস্তা নদী ভাঙ্গন রোধে ব্যবহৃত জিও বালুর ব্যাগ পাচারের চেষ্টা জনতার হাতে আটক।
নীলফামারীর ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই কালিগঞ্জ তিস্তা নদীতে গত ৫ই অক্টোবর বিকেলে পানির বৃদ্ধি পাওয়ায় তাৎক্ষণিক ডালিয়া পানি উন্নয়ন বোর্ড কর্তৃক জিও ব্যাগ সরবরাহ করে। ওই ব্যাগগুলোতে বালুভরিয়ে নিচু জায়গা গুলোতে ব্যবহার করা হয়েছিল। উদ্দীপ্ত জিও বালুর ব্যাগগুলো একটি অসৎ চক্র বিক্রির জন্য কলোনি বাজার হতে ভ্যান যোগে জলঢাকা পাচারের অভিযোগ উঠেছে।
১০অক্টোবর(শুক্রবার) সন্ধ্যা ৭:০০টার পরে স্থানীয় জনতা ও সাংবাদিকদের সহযোগিতায় ডিমলা ইসলামিয়া কলেজ মোড়ে একটি অটোভ্যান আটক করা হয়। সেখানে প্রায় ৩১০ পিস জিও বালুর ব্যাগ পাওয়া যায়।
স্থানীয় সূত্রে জানা যায় একটি অসাধু চক্র উদ্বৃত্ত সেই ব্যাগগুলো রাতের আঁধারে চুরি করে বিক্রির উদ্দেশ্যে পাচার করার চেষ্টা করলে। এলাকাবাসী সন্দেহ ভাজন অটোভ্যানটি আটক করার কিছুক্ষণের মধ্যেই সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবু তালেব ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান কে অবগত করলে তিনি বলেন। উদ্ধারকৃত জিও ব্যাগগুলো ডিমলা ইউনিয়ন পরিষদে জমা রাখার জন্য নির্দেশ প্রদান করেন।এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন স্থানীয় জনতা,সাংবাদকর্মী ও জনপ্রতিনিধিগণ। তবে স্থানীয়দের দাবি,এই পাচারচক্রের পেছনে কে জড়িত তাকেই ধরে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে প্রশাসনের। অটো ভ্যান চালক জিয়াউল সংবাদ কর্মী বলেন একজন অপরিচিত ব্যক্তি কলোনি বাজার এই ব্যাগ গুলি জলঢাকা মুকুল ঠিকাদারের ম্যানেজার শফিকুল এর কাছে পৌঁছানোর কথা বলে ৭০০ টাকা ভাড়া ঠিক করে নিয়ে যেতে বলে।
তবে ঘটনার সঙ্গে জড়িত মূল চক্র এখনো সামনে আসেননি।
এ বিষয় নিয়ে জনমনে কৌতুহল জেগেছে সরকারি কাজের বরাদ্দকৃত মালামাল এভাবে বিক্রি হয় তাহলে জনগণের নিরাপত্তা কোথায়।