মোঃ রফিকুল ইসলাম টিটু
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুবীর সরকার। এতে উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান, অবকাঠামোগত সীমাবদ্ধতা, জনবল সংকট ও রোগীদের সার্বিক সেবাপ্রদান কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সাংবাদিকরা মাঠপর্যায়ের অভিজ্ঞতা থেকে বিভিন্ন প্রস্তাব ও পরামর্শ তুলে ধরেন—যাতে করে উপজেলা পর্যায়ের স্বাস্থ্যসেবাকে আরও জনবান্ধব ও কার্যকর করা যায়।
ডা. সুবীর সরকার বলেন,ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যসেবাকে আরও উন্নত করতে আমরা নিরলসভাবে কাজ করছি। চিকিৎসা সেবা যাতে সবার নাগালে পৌঁছে যায়, সেজন্য প্রয়োজন সমন্বিত উদ্যোগ ও জনসচেতনতা।”
তিনি আরও বলেন,রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে টিকেট ব্যবস্থা আরও কার্যকর করা হবে। যাতে আগত প্রতিটি রোগী সঠিকভাবে চিকিৎসা সেবা পান এবং সেবা প্রদানে স্বচ্ছতা বজায় থাকে।”
সভায় উপস্থিত সাংবাদিকরা বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আগত রোগীরা যেন দ্রুত টিকেট পায়, পর্যাপ্ত ওষুধ সরবরাহ থাকে এবং চিকিৎসা প্রাপ্তির প্রক্রিয়ায় যেন কোনো ভোগান্তি না হয়—সে বিষয়ে কঠোর তদারকির পরামর্শ দেন।
মতবিনিময়ের এক পর্যায়ে ডা. সুবীর সরকার জানান, সম্প্রতি কিছু ভুয়া ফেসবুক আইডি তার বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। এ ঘটনায় তিনি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলেও উল্লেখ করেন।
সভা শেষে তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন,
“ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আরও আধুনিক, সেবা-সমৃদ্ধ ও জনমুখী করতে আমি আপনাদের গঠনমূলক সহযোগিতা প্রত্যাশা করি।”
সভা শেষে সাংবাদিকরা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক পরিবেশ, চিকিৎসা সেবা কার্যক্রম ও জনসচেতনতামূলক প্রচারণা জোরদারের বিষয়ে যৌথ উদ্যোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।