
সাহেলা সার্মিন
এই পৃথিবীতে এসেছি রিক্ত হস্তে
আবার রিক্ত হস্তেই যাবো চলে,
তবুও চাহিদার শেষ নাহি হয়
পূরণ হলেও আরো দাও মন বলে।
হাত- পা- কান- চোখ- নাক
বিধি দিয়েছেন সব ঠিকঠাক,
সচল মস্তিষ্ক দিয়েছেন করতে চিন্তা
শিক্ষাদিক্ষা কর্মে, হতে পারি অজন্তা।
দিয়েছেন প্রেম- প্রণয়- প্রীতির বন্ধন
মা-বাবা, ভাই-বোনের মায়ার সংসার,
স্বামী-স্ত্রী, সন্তানের মহাসুখের সমুদ্র
আবার দিয়েছেন সুনামি ভাঙা-গড়ার।
ভালোবাসা দিয়েছেন অঢেল মন মন্দিরে
ভালোবাসি কতো চেনা আত্মার আত্মীয়রে,
সৃষ্টি করেছেন যেজন ভালোবাসা দিয়ে
তাঁর জন্য কেনো কাঁদে না এ হিয়ে!
দুনিয়ার মোহ- মায়ায় কতো কোমল
কতো ব্যাকুল এ মন-প্রাণ,
এসো তেমনি করে সপি স্রষ্টারে
প্রার্থনায় নত হয়ে অহং করি বলিদান।
হিংসা নিন্দা বড়াই উথাল পাথাল
হাসির আড়ালে বক্রবান হিংসুক,
ভিতরে বড় শত্রু বাহিরে আশিক
মনে মনে খাল কেটে দেখায় মিশুক।
এরা এক ভয়ানক বিষধর ভুজঙ্গ
এদের থেকে হেফাজত করো প্রভু,
সত্য বলা সৎপথে চলার তৌফিক যাচি।
তোমার অনুগ্রহের ছায়ায় যেনো বাঁচি।
#SahelaSarmin