
প্রেস বিজ্ঞপ্তি
খুলনা আর্ট একাডেমি প্রাঙ্গণে ঘটলো এক হৃদয়স্পর্শী মুহূর্ত। একাডেমির নবীন শিক্ষার্থী ক্ষুদে শিল্পী আরাফ আল ইহান তার প্রিয় শিক্ষক, খুলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাসের মাথায় নিজ হাতে পরিয়ে দিলেন একটি হ্যাট ভালোবাসার অনন্য উপহার হিসেবে।ইকবালনগর স্কুলের পূর্ব পাশে অবস্থিত খুলনা আর্ট একাডেমি ৩৬ আয়েশা কটেজ, একটি সুপরিচিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান। খুব অল্প কিছুদিন হলো আরাফ একাডেমিতে ভর্তি হয়েছে, তবে তার চঞ্চলতা, সৌজন্যবোধ ও নৈতিকতা ইতিমধ্যেই শিক্ষক মিলন বিশ্বাসকে গভীরভাবে মুগ্ধ করেছে।আরাফ এখনো কোনো বিদ্যালয়ে ভর্তি হয়নি; মিলন বিশ্বাসই তার প্রথম শিক্ষক। সম্প্রতি কক্সবাজার ভ্রমণে গিয়ে সমুদ্র সৈকতের পাশে মেলায় শিক্ষক মিলন বিশ্বাসের ব্যবহৃত হ্যাটের মতো একটি হ্যাট দেখে সে তার বাবা-মাকে বলে, “আমার স্যারের জন্য একটা হ্যাট নিতে চাই!”চিত্রশিল্পী মিলন বিশ্বাস বলেন, “এই ছোট্ট হৃদয়ের এতো বিশুদ্ধ ভালোবাসা সত্যিই আমাকে আপ্লুত করেছে। আমার কখনো কক্সবাজার যাওয়া হয়নি, কিন্তু আরাফের এই উপহারের মধ্যেই আমি সেই সমুদ্রের ভালোবাসা অনুভব করেছি। একজন শিল্পীর জীবনে এর চেয়ে বড় প্রাপ্তি আর কিছু হতে পারে না।”তিনি আরও বলেন, “আমি দুই যুগেরও বেশি সময় ধরে শিশুদের নিয়ে কাজ করছি। তারা আমার শক্তি, আমার অনুপ্রেরণা। আমি চাই প্রতিটি শিশু যেন ভালোবাসা ও মর্যাদা পায়। কারণ শিশুদের মন জয় করতে পারলে, বিশ্ব জয় করাও সম্ভব।”চিত্রশিল্পী মিলন বিশ্বাস আরাফের প্রতি আশীর্বাদ জানিয়ে বলেন, “সে যেন তার বাবা-মায়ের আদর্শে বড় হয়ে একজন ভালো মানুষ ও দেশের গর্ব হয়ে ওঠে।”শেষে তিনি খুলনা আর্ট একাডেমির প্রতিটি ক্ষুদে শিল্পীর মঙ্গল কামনা করেন এবং বলেন, “আমি হয়তো লাখপতি নই, কিন্তু শিশুদের ভালোবাসার যে অমূল্য সম্পদ পেয়েছি, তা কোনো অর্থেই মাপা যায় না।”