নিজস্ব প্রতিবেদক:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার লুদরপুর নিবাসী প্রভাষক জাহিদ হাসানের পিতা প্রবীণ মুরুব্বী মোঃ আজম আলী শনিবার (১১ অক্টোবর) বিকেল ৪ ঘটিকায় নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন। শনিবার রাত ৯ টায় জানাযা শেষে মরহুমকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। এতে এলাকার বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন। মৃত্যুকালে তিনি ছেলে-মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। এলাকাবাসী বলেন, প্রবীণ মুরুব্বী, সুশিক্ষিত ধার্মিক আজম আলী ছিলেন একজন নিঃস্বার্থ পরোপকারী ও আদর্শবান লোক। আজকের জনকথা পত্রিকার বার্তা সম্পাদক, দৈনিক ঢাকারটাইম এর সুনামগঞ্জ জেলা প্রতিনিধি ও সৈয়দপুর আদর্শ কলেজের প্রভাষক জাহিদ হাসানের পিতার মৃত্যুতে বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।