
শাহনাজ পারভীন মুক্তি
ফুলের সুবাস ছড়িয়ে পড়ে
মনটা যদি ভালো,
নইলে ধরার বিকট গন্ধে
জীবন আধার কালো।
সবার চাওয়া সদ্ব্যবহার
ভূবণ ভরা হাসি,
দুষ্ট লোকের মিষ্টি কথা
বড়ই সর্বনাশী।
মিছে কথায় মাতায় ওরা
মনের খবর বোঝে,
ছলে বলে কথার চালে
আপন স্বার্থ খোঁজে।
সজাগ থেকো সবাই বন্ধু
এসব লোকের থেকে,
পা দিও না ওদের ফাঁদে
মনটা যাবে বেঁকে।