শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১০:৪৭ পূর্বাহ্ন

ডিমলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

Coder Boss
  • Update Time : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ৩৭ Time View

 

মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার নীলফামারী

সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডিমলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫।
রবিবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও পাথওয়েজ টু প্রসপারিটি ফর এক্সট্রিমলি পুওর পিপল (পিপিইপিপি-ইইউ) প্রকল্পের সহযোগিতায়, ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে দিবসটি পালন করা হয়।
দিনটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়, যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে এসে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরানুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মীর হাসান আল বান্না, ডিমলা সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবু তালেব, এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার নূর মোহাম্মদ।
এ সময় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও প্রতিনিধি, শিক্ষার্থী, স্থানীয় জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনায় বক্তারা বলেন, সচেতনতা ও সমন্বিত উদ্যোগের মাধ্যমেই দুর্যোগের ক্ষতি কমিয়ে আনা সম্ভব। সবাই মিলে প্রস্তুত থাকলেই টেকসই দুর্যোগ ব্যবস্থাপনা গড়ে তোলা যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102