শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
খুলনা আর্ট একাডেমির প্রাক্তন শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি অর্জনে গর্বিত প্রতিষ্ঠান মানবিকতার আলোকবর্তিকা স্পেশাল ব্রাঞ্চের মানবিক সাব-ইন্সপেক্টর মোহাম্মদ জসিম উদ্দিনকে ক্লাসিক চেস্ ক্লাবের সম্মাননা কবিতাঃ জীবন কবিতা নিয়ামতপুরে সরস্বতী পূজা উদযাপিত জগন্নাথপুরে গণভোটের পক্ষে উৎসাহিত করলেন সুনামগঞ্জ জেলা প্রশাসক গ্রেটার ইসরায়েল শখ মুছে গেলো! জগন্নাথপুরে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেনের গণসংযোগ, ভোটারদের ব্যাপক সাড়া বিদ্যুৎ ফাউন্ডেশন: মানবতার আলোর পথে ধানের শীষে ভোট দেয়ার আহবান শোডাউনের মধ্যদিয়ে প্রচারণা শুরু করলেন তুহিন মোরেলগঞ্জে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত ভিপিকে গণসংবর্ধনা, ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে দাঁড়িপাল্লায় ভোট দিন- অধ্যক্ষ আব্দুল আলীম

ডিমলায় জিও ব্যাগ পাচারের সংবাদ প্রকাশে সাংবাদিককে হুমকি

Coder Boss
  • Update Time : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১১৪ Time View

 

স্টাফ রিপোর্টার নীলফামারী

নীলফামারীর ডিমলা
উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তিস্তা নদীর ভাঙনরোধ প্রকল্পে ব্যবহারের জন্য সরবরাহকৃত সরকারি জিও ব্যাগ পাচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংবাদ প্রকাশ করায় এক সাংবাদিককে হুমকি দেওয়া হয়।
শুক্রবার (১০ অক্টোবর) রাতে ডিমলা ইসলামিয়া কলেজ মোড়ে স্থানীয় জনতা একটি ব্যাটারিচালিত অটোভ্যানসহ প্রায় ৩১০টি জিও ব্যাগ আটক করেন। স্থানীয়দের ধারণা, এগুলো পানি উন্নয়ন বোর্ডের মালামাল।
স্থানীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা নদীর পানি হঠাৎ বৃদ্ধি পেলে পশ্চিম ও পূর্ব ছাতনাই ইউনিয়নের কয়েকটি এলাকায় ভাঙনের আশঙ্কা দেখা দেয়। এ সময় জরুরি ভিত্তিতে পাউবো কয়েক হাজার জিও ব্যাগ সরবরাহ করে। কিন্তু পরবর্তীতে দেখা যায়, ওই জিও ব্যাগগুলোর একটি অংশ রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে।
শুক্রবার রাতে স্থানীয়রা দেখতে পান, একটি অটোভ্যানে জিও ব্যাগ ভর্তি অবস্থায় জলঢাকা উপজেলার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। সন্দেহ হলে তারা ভ্যানটি থামিয়ে তল্লাশি করেন এবং গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ব্যাগগুলো গণনা করে মোট ৩১০টি জিও ব্যাগ উদ্ধার করেন।
এ ঘটনায় অভিযুক্ত হিসেবে পূর্ব ছাতনাই ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো. মনির হোসেনের নাম উঠে আসে। স্থানীয়দের অভিযোগ, তিনি ব্যক্তিগত লাভের আশায় সরকারি জিও ব্যাগগুলো অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে পাচার করছিলেন।
ঘটনা তদন্তে গেলে অভিযুক্ত মোঃ মনির হোসেন নিজেকে যুবদলের নেতা পরিচয় দেন এবং বিষয়টি জাতীয় দৈনিক ঘোষণায় প্রকাশিত হলে, রাত ৭টা ৩৫ মিনিটে+8801774498115 এই নাম্বার থেকে দৈনিক ঘোষনা পত্রিকার স্থানীয় প্রতিনিধিকে ফোন করে হুমকি মূলক কথা বলে ফোনে বলে আমি যুবদলের সদস্য সচিব মোঃ মনির হোসেন বলতেছি আমার ইউনিয়নের বিষয়ে আপনি নিউজ করেছেন আমরা সবাই ও আমাদের দলের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ আপনার কাছে আসতেছি।এতে এলাকায় চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়।এ বিষয়ে আবার মোঃ মনির হোসেন কে ফোন দিলে রাজনৈতিক ব্যস্ততা দেখিয়ে ফোন কেটে দেয়।প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করাতে বলা হলো সাংবাদিক হিসেবে নিরাপত্তা নিশ্চিত করার জন্য।তবে দৈনিক ঘোষণা পত্রিকায় যুবদলের সদস্য সচিব মোঃ মনির হোসেন এর নাম প্রকাশ ছিল না তবুও তার হুমকি মূলক কোথা বলা কতটুকু গ্রহণযোগ্য।
ডিমলা সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. আবু তালেব বলেন,
স্থানীয়দের সহযোগিতায় জিও ব্যাগগুলো উদ্ধার করে আমার হেফাজতে রাখা হয়েছে। উপজেলা প্রশাসনের নির্দেশে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মো. সালামত ফকির জানান,
তিস্তা ভাঙনরোধে ব্যবহারের সময় কিছু জিও ব্যাগ নিখোঁজ হয়েছিল। উদ্ধার হওয়া ব্যাগগুলো সরকারি মালামাল কিনা, তা যাচাই করা হচ্ছে।
অভিযুক্ত মনির হোসেন বলেন,
আমি জলঢাকার এক ঠিকাদারের কাছ থেকে বৈধভাবে জিও ব্যাগগুলো কিনেছিলাম। পরে কাজে না লাগায় ফেরত দিতে নিয়ে যাচ্ছিলাম।
ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামান বলেন,
জিও ব্যাগ আটক হওয়ার খবর পেয়েছি। মালামালের বৈধতা যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102