শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৬:৫৮ পূর্বাহ্ন

রাজারহাটে পূর্ব শত্রুতার জেরে রাস্তা বন্ধ করে দেওয়ায় ৫ পরিবারের চলাচল ব্যাহত

Coder Boss
  • Update Time : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ৪৬ Time View

 

মোঃ ইউসুফ খাঁন, রংপুর ব্যুরো:

রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়নের বাজেমুজরাই দিনোবাজার এলাকার মৃত পিয়ারী মহন রায়ের ছেলে পরেশ চন্দ্র সহ আরও চার পরিবারের বাড়িতে যাওয়া আসা করার একমাত্র রাস্তাটি বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে একই গ্রামের প্রতিপক্ষ পংকজ চন্দ্র রায় (গ্রাম পুলিশ) গংয়ের বিরুদ্ধে।

স্থানীয় সুত্রে জানা যায়,পারিবারিক জমিজমা সংক্রান্ত বিবাদের জের ধরে গত ৪/৯/২০২৫ইং তারিখে বিকেল ৩ টার দিকে প্রতিপক্ষ উৎপল চন্দ্র রায় পরেশ চন্দ্র রায়ের বাড়িতে যাওয়া আসার রাস্তাটি বন্ধ করে দিয়ে মাছ শিকার করতে থাকেন।এমতাবস্থায় পরেশ চন্দ্রের ভাতিজা দীপক কুমার রায় সাইকেল যোগে ওই রাস্তাটি দিয়ে পাশে দীনো বাজারে যাওয়ার জন্য রহনা করেন।কিন্তু রাস্তা বন্ধ করে মাছ শিকার করা উৎপল চন্দ্রকে রাস্তা বন্ধ করার কারণ জানতে চাইলে তদের দুজনের মধ্যে বাকবিতন্ডা হয়।এই সময় উৎপল চন্দ্র দীপক চন্দ্র রায় কে অশ্লীল ভাষায় গালিগালাজ করলে পরেশ চন্দ্রের জ্যাঠিমা এগিয়ে এসে তাদের ঝগড়া থামানোর চেষ্টা করেন।
এতে পংকজ চৌকিদার গংয়ের লোকজন এক সাথে হয়ে বৃদ্ধা শোরোবালার উপর ক্ষিপ্ত হয়ে এলোপাতাড়ি চড় থাপ্পড় মেরে ধাক্কা দিয়ে মাঠিতে ফেলে দেন।পরে পংকজ চৌকিদার গংয়ের মহিলা সদস্যরা এসে ষাটোর্ধ শোরোবালা কে জোরপূর্বক তাদের বাসায় নিয়ে আটকিয়ে রাখে।

জমিজমা সংক্রান্ত বিবাদ দীর্ঘদিন থেকে চলে আসায় ষাটোর্ধ শোরোবালার কাছে তার নামীয় জমি পংকজ চৌকিদার গংয়ের নামে লিখে দিতে চাপ প্রয়োগ করেন।এই ঘটনা জানাজানি হলে শোরোবালার নাতি জামাই ৯৯৯ এ কল দিলে ঘটনা স্থলে রাজারহাট থানা পুলিশ এসে ষাটোর্ধ বৃদ্ধ শোরোবালাকে উদ্ধার করে প্রদীপ নামের একজন কে আটক করে বিজ্ঞ আদালতের মাধ্যমে

কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করেন।ওই ঘটনায় পরেশ চন্দ্রকেও মাইরধর করে তার শরীরের বিভিন্ন জায়গায় ছিলাজখম করেন।আহত পরেশ চন্দ্র কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা সেবা গ্রহণ করে,রাজারহাট থানায় অভিযোগ দায়ের করেন।রাজারহাট থানা অভিযোগ আমলে না নিলে গত ১১/৯/২৫ ইং তারিখে পরেশ চন্দ্র বাদী হয়ে বিজ্ঞ আমলী আদালত রাজারহাটে পংকজ চৌকিদার সহ ৯জন
কে বিবাদী করে মামলা দায়ের করেন।

বিজ্ঞ আমলী আদালত ঘটনার সত্যতা
যাচাই বাছাই করে আগামী ২৫/১১/২৫ ইং তারিখে তদন্তপূর্বক প্রতিবেদন জমা দিতে রাজারহাট থানার ওসি কে নির্দেশ দেন।

তদন্তের বিষয়ে রাজারহাট থানার উপ পরিদর্শক এস আই রেজাউল করিম বলেন আদালতের নির্দেশনা পেয়েছি নিবির তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করে নির্ধারিত সময়ের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করবো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102