
কলমেঃ সাহেলা সার্মিন
আমরা শিক্ষক আমরা বাংলাদেশি
দেশের সর্বোচ্চ ডিগ্রি নিয়েও –
পুলিশের হাতে লাঠি গুতোয় মরি।
এক বই এক পাঠ একই সিলেবাসে পরীক্ষা
আমরা নাকি ছাত্রদের দিতে পারিনা দীক্ষা।
দেশের মোট ৯৭% বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে
মাত্র তিন পারসেন্ট সরকারি হলেও-
ডাক্তার, ইঞ্জিনিয়ার, সচিব হয় আমাদের রকমারি পাঠে;
অথচ নাদান মূর্খরা বলে,আমরা নাকি পড়াতে পারিনা!
আমাদের কোনো অধিকার নাই ন্যায্যতা চাওয়া!
আমরা মানুষ, শিক্ষকতা পেশা
ছেলেমেয়েদের শিক্ষা দিয়ে গঠন করাই নেশা।
হালাল পয়সা উপার্জনে, করবো সুখ-ভোগ,
জানতামনা শিক্ষকের কপালে থাকবে এমন দুর্ভোগ!
পার্শবর্তী দেশগুলোতে শিক্ষকের কতো মর্যাদা,
কোরিয়ায় শিক্ষকরা পান মন্ত্রীর মর্যাদা।
আমাদের দেশে রাজনৈতিক উস্কানিতে
শিক্ষকের গলায় উঠে জুতার মালা,
সর্বনিম্ন বেতন দিয়েও গালি দেয় “শালা”, অথচ
যুক্তরাষ্ট্রে শিক্ষকদের দেয়া হয় ভি আই পি মর্যাদা;
আর আমাদের শিক্ষকরা প্রতি বছর সামান্য দাবীতে
পুলিশি নির্যাতন সহ গায়ে হাত তোলে!
এই চীনেও সবচেয়ে মর্যাদা দেয় শিক্ষকদের
বাংলাদেশের শিক্ষকরাই যুগ-যুগ ধরে শিকার হচ্ছে নিগ্রহের।
আজও বিশ পার্সেণ্ট বাড়ি ভাড়া,
পনেরো’শ টাকা চিকিৎসা ভাতার দাবীতে –
কেড়ে নিচ্ছে রক্ত,টেনে হিঁচড়ে করছে আহত!
বড় লজ্জায় বলতে হয়,জাতির বিবেক এমনি ভূলুণ্ঠিত!