
স্টাফ রিপোর্টার:
রোহিঙ্গা প্রত্যাবাসন সংগ্রাম জাতীয় কমিটির চেয়ারম্যান, বাংলাদেশ নির্বাচন কমিশনের সাবেক সচিব (ভারপ্রাপ্ত), দৈনিক নিরপেক্ষ পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি, চাটগাঁ ভাষা পরিষদ-ঢাকার আহবায়ক বরেণ্য লেখক,গবেষক,রাস্ট্রচিন্তক,মানবাধিকার ব্যক্তিত ডক্টর মোহাম্মদ জকরিয়ার আজ ১৪ অক্টোবর ৬৯তম শুভ জন্মদিন। তাঁর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রোহিঙ্গা প্রত্যাবাসন সংগ্রাম জাতীয় কমিটির মহাসচিব উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী।
শুভেচছা বাণীতে এম গফুর উদ্দিন চৌধুরী তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। উল্লেখ্য ডক্টর মোহাম্মদ জকরিয়া এর জন্ম ১৯৫৭ সালের ১৪ অক্টোবর, চট্রগ্রাম জেলার, বাঁশখালী পৌরসভার আস্করিয়া পাড়ার মাস্টার বাড়ি ‘দারুল উমর’। তাঁর পরম শ্রদ্ধেয় পিতা মরহুম উমরুল আলম মাস্টার, মাতা রত্নগর্ভা মরহুমা জোলায়খা আলম জীবন সঙ্গিনী শিক্ষাবিদ ও নারীনেত্রী, সাবিহা জকরিয়া,একমাত্র সন্তান ডাক্তার ও গবেষক আবীর শাকরান মাহমুদ, জন্মস্থান জল কদরের কুল। শিক্ষাজীবনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ হতে বি.এ (অনার্স): এম.এ. (ফার্স্ট ক্লাস ফার্স্ট), বি.এড. (ফার্স্ট ক্লাস ফার্স্ট) সরকারি চাকুরি, সাবেক ভারপ্রাপ্ত সচিব, বাংলাদেশ নির্বাচন কমিশন ,উনিশ শ’ উনসত্তরের গণ আন্দোলনের প্রাক্কালে বাঁশখালী পাইলট হাইস্কুলে ৭ম শ্রেণীতে পড়াকালীন সময় থেকে লেখালেখির হাতে খড়ি। জীবনের প্রথম কবিতা লিখে স্বরচিত কবিতা প্রতিযোগিতার প্রথম পুরস্কার জিতে নিয়েছিলেন। পরবর্তীতে আলাওল কলেজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম টিচার্স ট্রেনিং কলেজে পাঠকালেও লেখালেখি অব্যাহত থাকে। পিতার ন্যায় বরাবর মেধাবী জনাব জকরিয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের স্নাতক সম্মান শ্রেণীতে প্রথম স্থান অধিকার করায় ‘বিশ্ববিদ্যালয় সংস্কৃতি সংসদ’ সম্মাননা লাভ করেন। ১৯৮৪ সালে নির্বাচন কমিশন সচিবালয়ে সেকশন অফিসার হিসেবে সরকারী চাকুরীতে যোগ দেন। তিনি বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের, প্রশিক্ষণ কোর্সে প্রথম স্থান, এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি, ব্যাংকক, থাইল্যান্ড হতে কম্পিউটার কোর্স, লন্ডনের ইলেক্টরিয়াল এডমিনিস্ট্রেটর ইনস্টিটিউট এবং ইলেক্টরিয়াল ট্রেনিং ইনস্টিটিউট, সিউল, দক্ষিণ কোরিয়া হতে ইলেকশন ম্যানেজমেন্ট ডিপ্লোমা কোর্স সম্পন্ন করেন। জনাব জকরিয়া জাতিসংঘের কম্বোডিয়া মিশনে দায়িত্ব পালন ছাড়াও থাইল্যান্ড, কম্বোডিয়া, ফিলিপাইন, যুক্তরাজ্য, ভারত, সৌদি আরব, কাতার, ডেনমার্ক, শ্রীলংকা, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়ায় বহু ইন-সার্ভিস প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি নির্বাচন বিশেষজ্ঞ হিসেবে ইলেক্টর্যাল ট্রেনিং ইনস্টিটিউটসহ বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠানের একজন প্রশিক্ষণ বিশেষজ্ঞ। তিনি চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান জেলা সমন্বয়ে গঠিত চট্টগ্রাম সমিতি-ঢাকা’র সাধারণ সম্পাদক (২০০৮-২০০৯) ছিলেন। তিনি রোহিঙ্গা প্রত্যাবাসন সংগ্রাম জাতীয় কমিটির চেয়ারম্যান, তিনি বাঁশখালী সমিতি-ঢাকা’র উপদেষ্টা। তিনি বাংলাদেশ ইতিহাস সমিতি, বাংলাদেশ ইতিহাস পরিষদ, ইতিহাস একাডেমী, বাংলা একাডেমী, কক্সবাজার সাহিত্য একাডেমীর জীবন সদস্য। তাছাড়া বহু সামাজিক, শিক্ষা, সাহিত্য, সাংস্কৃতিক, ধর্মীয়, ক্রীড়া ও পেশাজীবী সংগঠনের সাথে ওতপ্রোতভাবে জড়িত রয়েছেন জনাব জকরিয়া। ইতোমধ্যে তাঁর লেখা বেশ কিছু গ্রন্থ প্রকাশিত হয়েছে। বিগত ১৬ বছরধরে ফ্যাসিস্ট সরকারের বৈষম্যের শিকার মেধাবী ও যোগ্য নেতৃত্ব ডক্টর মোহাম্মদ জকরিয়া এর যথাপোযুক্ত পদায়ন আশা করেন দেশ্রপ্রেমিক আমজনতা।