মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার নীলফামারী
নীলফামারীর ডিমলায় এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীরা যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে কর্মবিরতি, মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বিক্ষোভ র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিজয় চত্বরে সমাবেশে মিলিত হয়।
গত ১২ অক্টোবর ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষক আন্দোলনে পুলিশের ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে বক্তারা এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতা প্রদানের দাবি জানান।
বক্তব্য রাখেন অধ্যক্ষ মনোয়ার হোসেন,অধ্যাপক কাজী হাবিবুর রহমান রহমান, গোলাম রাব্বানী প্রধান, অধ্যক্ষ আব্দুল কাদের, অধ্যক্ষ শহিদুল ইসলাম, মাওলানা বজলার রহমান, সহযোগী হাবিবুর রহমান, প্রধান শিক্ষিকা মারুফা আক্তার, প্রভাষক মোঃ জুয়েল রানা প্রমুখ।
বক্তারা বলেন, “আমাদের যৌক্তিক দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। শিক্ষকদের ওপর পুলিশি হামলা অমানবিক ও লজ্জাজনক।
তারা আরও জানান, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবিগুলো দ্রুত বাস্তবায়নের মাধ্যমে সরকার যেন শিক্ষার স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে।