
মোঃ সোহরাব হোসেন খান
(অনন্ত মৈত্রী)
সুপ্ত রেখে খুঁজি শক্তি বাহিরে
পিছিয়ে পড়া জাতি তাই তো মোরা,
নিজেকে আবিষ্কার করিলে
বিশ্বজয়ী সেই শক্তি জেগে ওঠবে,
বিশ্ব করিবে মোদের দ্বারে মাথা নত
যদি চেষ্টা চালিয়ে যাই অবিরত,
মিথ্যে বলিনি আমি
রয়েছে মোদের মাঝে বিশ্বজয়ী শক্তি,
নিজেকে হীনমন্য ভেবে
দিন পার করছি বসে বসে,
এইভাবনা হতে বের হয়ে এসে
আবিষ্কার করতে হবে নিজেকে,
এগিয়ে নিয়ে যেতে হবে দেশকে
তবেই নিজের দেশ নেতৃত্ব নিবে-
পুরো বিশ্ব দরবারে…….