
কলমে : মোহাম্মদ সহিদুল আলম
কিছু কথা সহজভাবে বলা গেলেও বলেন না কিছু মানুষ, আবার সামান্য মনঃপূত না হলেই অন্য জনকে কথা দিয়ে ব্যথা দিতে বিন্দুমাত্র কার্পণ্য করেন না!
দু’ দিনের এই দুনিয়ায়, কতো পদের মানুষের সাথে দেখা! মানুষ মানুষকে মানুষ হিসেবে ভাবতে ভুলতে চলেছে! দম হারিয়ে গেলেই সব শেষ! আর তা হলেই মানুষ মানুষকে দাফন সম্পন্ন করার জন্য ব্যস্ত!
গোরস্থানে গেলে দেখা যায়, নীরবতা! কোলাহলমুক্ত। অনেক মানুষই ভুলে যায়! কাউকে ব্যথা দিতে নেই! কিছু কথা মানুষকে কাঁদায় বারবার! চাইলেও ভুলতে পারে না বহুসময়!
সুখ-দুঃখ, হাসি-কান্না,আনন্দ-উল্লাস এই সব নিয়ে জীবন! আমরা জানিনা কারোর মনের খবর! হাসি ভরা অবয়বের আঁড়ালে অসংখ্য ব্যথা আর বেদনা, বয়ে বেড়ায় মানুষ৷