কলমে : শাম্মী তুলতুল
চোখ এতো নড়ে কেন
বোধ কেন নাই?
কারণ তোমার তিলের কৈফিয়ত চাই
শেষ সীমা আমি কেন,
জড়তা কি নাই?
কারণ তোমাতেই হারাতে চাই।
বলি দশ বাজারে চোখ বুলিয়ে,
এসেছো ভুল জায়গায়
এই তিল হরণের ঠাই নাই।
শোন ওই সব তিল টালমাটাল
দেখে অরুচিতে চোখ আটকায়।
তাই বলে দেহের কি আর অংশ নাই
এতেই কেন এতো মশগুল হওয়া চাই?
এতো তাজা তিলে মৃত্যুর ঝুকি নাই
ভালোবাসাবার মন চাই।