ঝালকাঠি (বরিশাল) সংবাদদাতা
১৫ অক্টোবর ঝালকাঠি জেলার খাজুরা গ্রামের গর্ব, বিশিষ্ট চিকিৎসক ও সাহিত্যপ্রেমী ডাঃ সঞ্জয় বড়াল-এর জন্মদিন। এ উপলক্ষে গ্রামবাসীর পক্ষ থেকে তাঁকে জানানো হয়েছে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও অফুরন্ত ভালোবাসা। ডাঃ সঞ্জয় বড়াল শুধু একজন দক্ষ চিকিৎসকই নন, তিনি ঝালকাঠি সদর হাসপাতালের মানবসেবায় নিবেদিতপ্রাণ একজন মানুষ। চিকিৎসা পেশার পাশাপাশি তিনি সাহিত্যচর্চাতেও অনুরাগী কবি হিসেবেও পরিচিত। তাঁর হাসিমুখ, বিনয় ও মানবিক আচরণে মুগ্ধ হন সকলেই।গ্রামবাসীর পক্ষ থেকে চিত্রশিল্পী মিলন বিশ্বাস বলেন, “তুমি আমাদের খাজুরা গ্রামের গর্ব। মানুষের সেবায় তোমার নিবেদন আমাদের প্রতিনিয়ত গর্বিত করে। তোমার এই অবস্থানে পৌঁছাতে তোমার পিতা-মাতার অক্লান্ত পরিশ্রম ও ত্যাগ ছিল অপরিসীম। তাঁদের প্রতিও জানাই শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।”পরিবারের দুই ভাই-ই মানুষের সেবায় নিয়োজিত এটিকে গ্রামবাসী এক অনন্য গৌরব হিসেবে দেখছেন। ডাঃ সঞ্জয় বড়াল তাঁর সেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে অসহায় মানুষের মুখে হাসি ফোটাচ্ছেন।গ্রামবাসীর পক্ষ থেকে জানানো হয়েছে শুভকামনা“তোমার জীবনের প্রতিটি মুহূর্ত ভরে উঠুক অগণিত সুখ, শান্তি ও সাফল্যে। তোমার সেবায় ও কর্মে বরিশাল বিভাগের প্রতিটি স্তরে ছড়িয়ে পড়ুক আশীর্বাদের আলো।”