মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার নীলফামারী
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পাঁচ দফা দাবির বাস্তবায়নের লক্ষ্যে বুধবার (১৫ অক্টোবর) নীলফামারীতে মানববন্ধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী জেলা জামায়াতে ইসলামী’র আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।
বক্তব্য দেন জেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা আন্তাজুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর ড. খায়রুল আনাম, জেলা সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল লতিফ আল ফারুক, জেলা মজলিসে শুরা সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফি, জেলা কর্মপরিষদ সদস্যসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে জনগণের মতামত প্রতিফলিত করতে জামায়াতে ইসলামী ঘোষিত পাঁচ দফা দাবি দ্রুত বাস্তবায়ন জরুরি। দাবিগুলোর মধ্যে রয়েছে
১. পিআর পদ্ধতিতে (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) নির্বাচন ব্যবস্থা চালু করা,
২. নির্বাচন ঘিরে অস্পষ্টতা ও জুলুম-নির্যাতন বন্ধ করা,
৩. বিরোধী রাজনৈতিক দল ও কর্মীদের প্রতি বৈষম্যমূলক আচরণ বন্ধ করা,
৪. প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করা, এবং
৫. সাধারণ জনগণের অংশগ্রহণ বৃদ্ধির সুযোগ সৃষ্টি করা।
সভায় বক্তারা বলেন, এসব দাবি বাস্তবায়নের মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টি হবে। জনগণের ভোটাধিকার রক্ষা ও গণতান্ত্রিক মূল্যবোধ সুসংহত করতে এটি সময়ের দাবি।
এই মতবিনিময় সভার মাধ্যমে জেলার প্রতিটি মানুষের মাঝে দলের দবিগুলো প্রচার করা ও দাবি বাস্ত বায়ন করার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আসা ব্যক্ত করে।