শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০২:১০ অপরাহ্ন

বিশ্বম্ভরপুরে চাইল্ড রাইটস উইক ২০২৫ উদযাপন

Coder Boss
  • Update Time : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৮৭ Time View

 

মিজানুর রহমান, বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলায় বাদাঘাট দক্ষিণ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ভার্ড এর সহায়তা Child Rights Week 2025 উদযাপন করা হয়।

১৫ অক্টোবর বুধবার দুপুর ১২ টার সময় বিশ্বম্ভরপুর উপজেলার বাদাঘাট দক্ষিণ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ভার্ড এর সহায়তায়
Child Rights Week 2025 উদযাপন করা হয়।
একশন এইড বাংলাদেশ এর সহায়তায়, ভার্ড কর্তৃক বাস্তবায়িত এলআরপি ৪৩ প্রকল্পের আওতায় সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার বাদাঘাট দক্ষিণ ইউনিয়নে Empower Children, End Child Marriage Safe Childhoods in a Digital World প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে র্র্যালী মানববন্ধন, বাল্যবিবাহ ও মোবাইল ব্যবহারের নেতিবাচক দিক সম্বলিত পোস্টার প্রদর্শন , বাল্যবিবাহকে লাল কার্ড প্রদর্শন ও আলোচনার মাধ্যমে Child Rights Week 2025 উদযাপন করা হয়।
বাদাঘাট দক্ষিন ইউনিয়ন পরিষদ নারী উন্নয়ন ফেডারেশনের সভাপতি আনোয়ারা বেগম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট মোঃ ছবাব মিয়া, বিশ্বম্ভর পুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক কাজী সালেহ আহমেদ সহ ইউনিয়নের সকল পুরুষ ও নারী সদস্যবৃন্দ, ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য, ইমাম, কাজি , স্পন্সর, চাইল্ড ফোরাম, সিজেজি, ইয়থ, সার্কেল, নারী উন্নয়ন ফেডারেশন সদস্যবৃন্দ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন চাইল্ড ফোরাম ও সিজেজি সদস্য রুশি আক্তার ও আলামিন।
চাইল্ড রাইটস উইক ২০২৫ উদযাপন। সার্বিক সহযোগিতায় ছিলেন ভার্ড এর প্রজেক্ট ম্যানেজার মোঃ সাইদুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102