কলমেঃ চন্দনা রানী
চাঁদ যদি মেঘে মুখ লুকায়,
তবু তার আলো পথ চেনায় —
তেমনি তুমি, দূরে থেকেও,
আমার জীবনে সুর হয়ে থেকো।
নিশী রাতে বাতাস যখন
অকারণ কেঁদে ওঠে ধীরে,
তখন বুঝি—তুমি রয়েছো
হৃদয়ের গোপন পঙ্ক্তির ভিড়ে।
তোমার নাম লুকায় মনে,
কবিতা হয়ে ঝরে গানে।
নয়নে নয়নে লেখা সে চিঠি,
যায় না বলা, যায় না হারা।
ভালোবাসা—কি এক নীরব রাগ,
বাজে হৃদয়ের তারে তারে।
তুমি যদি বলো না কিছু,
তবুও ভাষা মেলে তোমার কাছে।
আকাশ বলে, পাখি বোঝে,
ফুলেরা হাসে এক গভীর ছোঁয়ায়—
তুমি যে আছো, এই অনুপমে,
আমার জীবনে, আমার হয়ে।