
কলমেঃ শাহ্ ফুজায়েল আহমদ
স্বাস্থ্য রক্ষার প্রথম পাঠ,
হাত ধোয়াই দেয় সেই প্রভাত।
জীবাণুরা লুকিয়ে থাকে,
অজান্তে তারা ক্ষতি ডাকে।
জল আর সাবান মেলে হাত,
শুদ্ধ হয় মন, শরীর, সাথ।
হাসি ফুটে মুখের কোণে,
পরিচ্ছন্নতার আলো ছড়ায় কোণে কোণে।
শিশু শেখে প্রথম শিক্ষা,
পরিষ্কার হাতে আসে দীক্ষা।
খাবারের আগে, খাওয়ার পরে,
হাত ধোওয়া হোক প্রতিদিনের তরে।
বিশ্ব হাত ধোয়া দিবস আজ,
নব প্রেরণার নতুন সাজ।
স্বাস্থ্য হোক সবার অধিকার,
পরিষ্কার হাতে গড়ি সুন্দর সংসার।