শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৫:৪০ পূর্বাহ্ন

নিয়ামতপুরে এইচএসসিতে পাসের হার ৫৩.৪৯ শতাংশ

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৫৯ Time View

 

এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় এবার এইচএসসিতে পাসের হার  ৫৩ দশমিক ৪৯ শতাংশ।  জিপিএ-৫ পেয়েছে ২৭ জন পরীক্ষার্থী। সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে নিয়ামতপুর সরকারি কলেজ থেকে। পাসের হারে এগিয়ে রয়েছে চন্দননগর কলেজ। শতভাগ ফেল করেছে
সাংশৈল আদিবাসী স্কুল এন্ড কলেজ থেকে।

আজ মঙ্গলবার  দুপুরে রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। নিয়ামতপুর উপজেলা
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় হতে প্রাপ্ত ফলাফলে দেখা যায়, এবার নিয়ামতপুর উপজেলায় মোট এইচএসসি পরীক্ষার্থী ছিল ১ হাজার ৯০ জন। এর মধ্যে পাস করেছে ৫৮৩ জন।সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে নিয়ামতপুর সরকারি কলেজ থেকে। এই প্রতিষ্ঠান থেকে ২০ জন পরীক্ষার্থী  জিপিএ-৫ পেয়েছে। পাসের হারে এগিয়ে রয়েছে চন্দননগর কলেজ। এই কলেজ থেকে পাস করেছে  ৭২ দশমিক ০৯ শতাংশ শিক্ষার্থী। শতভাগ শিক্ষার্থী ফেল করেছে সাংশৈল আদিবাসী স্কুল এন্ড কলেজে। এই কলেজের ২২ জন পরীক্ষার্থীর সবাই ফেল করেছে।

আলিম পরীক্ষায় পাসের হার ৭৭ দশমিক ৪৮ শতাংশ। মোট পরীক্ষার্থী ছিল ১১১ জন। পাস করেছে ৮৬ জন। জিপিএ-৫ পেয়েছে দুইজন পরীক্ষার্থী।

ভোকেশনালে পাসের হার ৭২ দশমিক ২৩ শতাংশ।  মোট পরীক্ষার্থী ছিল ১৯৮ জন। পাস করেছে ১৪৩ জন। জিপিএ-৫ পেয়েছে দুই জন পরীক্ষার্থী।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল গত ২৬ জুন। লিখিত পরীক্ষা ১৯ আগস্ট শেষ হয়। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয় ২১ থেকে ৩১ আগস্ট।
১৬ অক্টোবর ২০২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102