মোঃ সোহরাব হোসেন খান (অনন্ত মৈত্রী)
তোমায় হারিয়ে
এসেছি তোমার খুঁজে
এসেছি আমি ধরার বুকে,
তোমায় পাবো বলে
নিয়েছি জন্ম আমি মানব কুলে,
তোমায় খুঁজেছি আমি
খুঁজেনি কভুও নিজের মাঝে
নিজের মাঝে খুঁজে দেখি
রয়েছো তুমি নিরাঞ্জন রূপে,
তোমায় হারাই নি
হারিয়েছি আমি আমাকেই,
তাই তো দেখি-
তোমায় খুজতে গিয়ে
পেয়েছি কেবল আমি-
আমাকেই যে তাই,
হয়েছে এখন সব পরিষ্কার
তুমি তো কেবল নাম মাত্র
আমিই তো প্রকৃত স্বরূপ যে তাই
আমি'ই যে তুমি
আর তুমি ই আমি
বুঝেছি এইভেদ-
এতো দিন পর যে তাই.....