
কলমেঃ সাহেলা সার্মিন
তুমি তো স্বপ্নচারী
কতো স্বপ্নের জাল বুনো,
আমার সম্মুখে কালবৈশাখী
থরথর করে কাঁপা বজ্রপাতে ধেনু!
দক্ষিণা মলয় পুলকিত তোমার আলয়
হস্ত জুড়ে কতো সোহাগি ললনা,
আদরে বাড়ায় হাত, সমুদ্র স্নান-
কুয়াকাটা,জাফলং, কখনো টেমসে-
জ্যোৎস্নার সামিয়ানা ছায়া হয়ে দেয় সাথ।
আমার আকাশ বড়োই আঁধার
যদিও নক্ষত্রের দেখা মেলে,
কক্ষপথের প্রহরীরাও দেয়না আলো পেতে,
তৃতীয়া তিথির চন্দ্রখানি চাতকের মতো ভাসে
মরা নদীর দীর্ঘশ্বাস একটু জোয়ার খোঁজে! মনের গহীনে আছে ট্রিলিয়ন অক্সিজেন-
শান্ত শীতল সুষমা ধরাতলে—
বাজে গোপন সাইরেন,
আত্মীয় বন্ধু পরিজন,করিনি কাওকে বিভাজন।
কষ্টগুলো ধুপ-শিখাসম, ছাই-ভস্ম শুধু আমার,
সৌরভ বিলিয়েই সুখী আমি
চাইনা তো কিছু আর।