কলমেঃ মহম্মদ মফিজুল ইসলাম
চন্দ্রগ্রহণের নিঃশব্দ ছায়ায়
জ্যোৎস্না ফোটে আগুনের মতো,
কালপুরুষের হৃৎপিণ্ডে লুকানো থাকে
অনন্ত অগ্নিকণার নৃত্য।
সূর্যগ্রহণের অন্ধকারে নিজেকে ভেঙে
মিশে যায় সোনালী আলো।
লুব্ধকের তীর স্পর্শে
সময়ের নদী জেগে ওঠে অচেনা ঢেউয়ে।
গ্রহাণুপুঞ্জের সংঘর্ষে নক্ষত্ররক্ত দোলা খায় মহাজাগতিক ছন্দে,
দূর নীহারিকায় জন্ম নেয় নীরব আলোর প্রহরী।
আকাশ তখন অনন্তের প্রান্তে গায়
নীরব সঙ্গীতের গম্ভীর ধ্বনি।
চন্দ্রের মুখে সূর্যের ছায়া—
প্রেমের চিরন্তন ধোঁয়া,
মহাবিশ্ব যখন চোখ মেলে,
আমি দেখি একটাই সত্য—
আমাদের প্রেমও
এক অনন্ত সূর্যগ্রহণের নীরব নৃত্য।