মানুষ মরে ফাঁদে পড়ে,
মানুষ পাতে ফাঁদ।
সেই ফাঁদে পড়ে মানুষ,
হয় যে কুপোকাত।
সরল সোজা মানুষ তারা,
বুঝে সোজা কথা।
তোমার মনে কি আছে,
বুঝে না যে অযথা।
সুখের কথা মিষ্টি কথা,
বলে সুরে সুরে।
মানুষ কে ফাঁদে ফেলে,
যায় অনেক দুরে।
ফাঁদে পড়ে সরল সোজা,
মানুষগুলো কাঁদে।
অকারনে মানুষ গুলো,
পড়ে তারা ফাঁদে।
মানুষ কে ফাঁদে ফেলে,
নিজেই পড়ে ফাঁদে।
সেই ফাঁদে পড়ে মানুষ,
আপন মনে কাঁদে।