
মোঃ আমজাদ হোসেন, কাউনিয়া, রংপুর থেকে:
অবিলম্বে তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে রংপুরের কাউনিয়ায় তিস্তা রক্ষা আন্দোলনের উদ্যোগে তিস্তা পাড়ে মশাল প্রজ্জ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় কাউনিয়া তিস্তা ব্রিজ পাড়ে আয়োজিত এ মশাল প্রজ্জ্বলন কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও তিস্তা রক্ষা আন্দোলনের সহ সমন্বয়ক আলহাজ্ব এমদাদুল হক ভরসা,
এছাড়া বক্তব্য রাখেন , উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি,।যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুর রহিম সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান, আলমগীর চৌধুরী লিটন প্রমুখ।
কর্মসূচিতে বক্তারা বলেন, তিস্তা নদী এখন মৃত্যুপথযাত্রী। নদীর পানি শুকিয়ে যাওয়া ও ভয়াবহ ভাঙনে হাজার হাজার মানুষ আজ জীবিকা হারিয়েছে। কৃষি, মৎস্য ও পরিবেশ বিপর্যয়ের মুখে পড়েছে উত্তরাঞ্চল। এ পরিস্থিতি মোকাবিলায় তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়ন সময়ের দাবি বলে মন্তব্য করেন তারা।
তারা আরও বলেন, দেশি-বিদেশি যে কোনো চাপ উপেক্ষা করে সরকারকে অবিলম্বে প্রকল্পটি বাস্তবায়ন করতে হবে। তিস্তা বাঁচলে উত্তরবঙ্গ বাঁচবেএই স্লোগানে প্রজ্বলিত হয় শত শত মশাল।
কর্মসূচির শেষে তিস্তা রক্ষা আন্দোলনের নেতৃবৃন্দ ঘোষণা দেন, নদী ও মানুষের স্বার্থে এ আন্দোলন অব্যাহত থাকবে।
এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে হাজারো বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।