খুকির বায়না
চাঁদের কোলে বসবে খুকি
এটাই নাকি বায়না,
কান্নাকাটির তালে তালে
কোন খাবার খায় না।
চাঁদের দেশে কেমনে যাবে-
বাবা ভেবে পায় না।
তাইতো বাবা বাজার থেকে
আনলো কিনে আয়না।
চাঁদের দিকে আয়না নিয়ে
খুকির তর সয় না,
হঠাৎ চাঁদ কাছে এলো..
খুকির ঘুম পায় না।
পরাজিত
অপ্রকাশিত ব্যাথা গুলো জমে জমে পাহাড় তৈরি করেছে।
নড়বড়ে হৃদয়ে।
হয়তো কোন একদিন লাভা রূপে বেরিয়ে আসবে।
অভিমানের স্রোতে।
আবেগের চোরাবালিতে তবুও দেখি মরুদ্যান।
খেলা-ই তো করি!
মন নিয়ে- মন দিয়ে।
না হয়,আরো একবার পরাজিত হবো!