
কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম
একদিন যার অপেক্ষায় কেটেছে রাত-দিন
খুঁজেছি যারে শ্রাবনের বৃষ্টি ধারায় সৃষ্ট মিলিয়ন বুদবুদ গুনে!
হেমন্তের দুর্বা ঘাসের শিশির সিক্ত পাতায়
শরতে কদম কেয়ার পাপড়ি গুচ্ছ পতনের শব্দ শুনে !
খুঁজেছি তারে মধুমতি বলেশ্বর কুমার নদীর বাঁকে
যাকে খুঁজেছি বঙ্গোপসাগরের উর্মিমালার চুড়ায়
রাতের নির্জনতায় তারকার সারি গুনে আকাশে মিল্কিওয়ে হেটে
মালদ্বীপের লেগুন ঘেরা প্রবালদ্বীপের সাদা বালুতে পেয়েছিলাম কুড়ায়!
কত খুঁজেছি গর্ভ বতী ধান ক্ষেতের মেঠো আল পথে হেটে
হয়তো-বা ভুলে গেছে সে আমায় আছে চুপটি করে কারো ঘরে
দশ আঙুলে আঁংটির সারি, টায়রা টিকলি পায়ে খাড়ু
হয়েছে কোন কূল বালা এক ভাগ্যবানের জড়োয়া কাতানের সাথে সিঁদুর পরে!
চলায় তার ঠুংঠুং অঙ্গনের আওয়াজ মিলায় দূর দেশে
আমি চলন্ত পথিক, ক্লান্তশ্রান্ত চলেছি শ্মশানে শেষে!
ঝরা পাতার মত পবন পরমত হালকা প্রবাহে ঝরে গেছি গাছের তলায়
জ্বালানি হবো, কেউ হয়তো কুড়ায়ে নিয়ে যাবে ছদ্ম বেশে!
ডাহুকের মনো পাখী হারা, কেঁদে কেঁদে ডাকলাম জীবন ভর
হয়তো পাবোনা তারে, কন্যা কুমারী থেকে গেছি কাশ্মীর, বারেবার
পথের মাঝে পথ হারালে যায় না পাওয়া তারে আর
বাধন খুলে মুক্ত হলে, হারায় গেলে, আশা নাই ফিরিবার !