কলমেঃ মোহাম্মদ সহিদুল আলম
কবিতার পাতা আস্তে আস্তে পুরোনো হয়! আর বয়সের সাথে সাথে চোখের
দৃষ্টিশক্তিও লোপ পায়!
তবুও মনের লেখনী চিরদিন রয়েই যায়, হৃদয়ের মনি কঠোয় অবিরাম একইরকম সারাটিজীবন।
গাছের পাতা একটি সময় ঝড়ে যায়, কিন্তু পুরোনো স্মৃতি ডাইরীর পাতার লেখা মনের গভীরে রয়েই যায়৷
কিছু মানুষ! শুধুই সুবিধা খুঁজে, সততার প্রতিবাদ তো নয়, অন্যায়কে সহমত পোষণ করে।
ভুলে যায় পরকাল!
অভিনয়, ছল-চাতুরি! বিশ্বাস প্রকৃত ভালোবাসা আজ ঠুঙ্ক। সব পরিবর্তন হয়, শুধু হয় না কিছু অশুভ মানুষের নীতি আর আচরণ!
আমরা সময়ের সাথে সাথে ভুলে যাই সবকিছু, তবে এর খেসারত বেশি মূল্যে নিতে হয় আমাদের অজানা কোনো এক সময়!
তবুও যুগ যুগ ধরে, সৃষ্টি থেকেই সময় চলে আপন গতিতে আর চলবে চিরকাল।
কেহ বুঝে, কেহ হারিয়ে বুঝে! কেহ পাতার হিসেব মেলাতে মেলাতে, না ফেরার দেশে চলে যায়! গাছের পাতার ন্যায়!