কলমেঃ পত্রলেখা ঘোষ
সন্দেহ এক মানসিক ব্যাধি
বড় ভয়াবহ ভাই,
সন্দেহ বীজ রোপিত হইলে
আর তো শান্তি নাই।
ঘর সংসার হবে বিঘ্নিত
শেষ হবে মধুরতা-
যৌক্তিক কথা সব লাগে তিতা
মন জুড়ে জটিলতা।
প্রীতি বিশ্বাস বিদূরিত হবে
পাবে নাকো খুঁজে কুল,
অবিশ্বাস ই প্রাধান্য পাবে
বিচারে হবে যে ভুল।
মনের রাজ্যে আবিলতা ভরা
পাবে নাকো খুঁজে পথ-
বিচার বুদ্ধি গ্রাসিবে এ ব্যাধি
হও না যতই সৎ।
সংসার সুখ হবে বিপন্ন
গৃহশান্তি নষ্ট,
দাউ দাউ করে পুড়ে যায় ঘর
বাড়ে শুধুই কষ্ট।
অবিশ্বাসের বেড়াজাল থেকে
নিজেকে মুক্ত করি-
পারস্পরিক শ্রদ্ধাবোধেতে
নতুন ভুবন গড়ি।