জ্ঞানের আলো
শিক্ষা গুরুর জ্ঞানের আলো
আঁধার করে নাশ,
সঠিক শিক্ষায় শিক্ষিত লোক
সুখী সংসার বাস।
শিক্ষা দীক্ষায় পদার্পণ লাভ
মানুষ গড়ার কাজ,
সবার নিকট তাঁর জীবনের
সভ্য সমাজ সাজ।
জগৎ মাঝে আদম সন্তান
শিক্ষার করে খোঁজ,
শিক্ষা গুরুর ইজ্জত সম্মান
সবাই করেন রোজ।
মানুষ গড়ার শ্রমিক শিক্ষক
শিক্ষা করেন দান,
মিথ্যা ছেড়ে সত্য শিক্ষায়
মানুষ জীবন শান।
পিতা-মাতার সন্তান প্রতি
অনেক আশা রয়,
সঠিক শিক্ষার দীক্ষা লাভে
জীবন করবে জয়।
অঙ্গীকারবদ্ধ
চিরকাল পাশাপাশি থাকবে দু'জন,
ওয়াদা আমল করে হয়েছে সুজন।
অঙ্গীকারবদ্ধ তারা সকলে জানেন,
একে-অপরের কথা খুব-ই মানেন।
অঙ্গীকার করে তারা সময়ের তালে,
ছিন্ন-ভিন্ন চক্রাকার চাল বেড়াজালে।
কালান্তরে দিক হারা সংক্রান্ত ফাঁকে,
আবেগের চাবিকাঠি মানবতা বাঁকে।
নিত্যকার কাজ করে সুখে বসবাস,
ঝিলিক মারে সুখের জীবন বিশ্বাস।
প্রলোভন তাদেরকে শিকার করে না,
মনুষ্যত্ব জীয়ে থাকে কুপথে যায়না।
চারপাশে অঙ্গীকার জোর পায় মনে,
অক্ষমতা মারা গেছে চক্রান্তের বনে।
মানসিকতার জোরে দাপটের সাথে,
জীবনের অধিকার নিজ নিজ হাতে।
অঙ্গীকারনামা আজ আপন জনের,
সুযোগটা হাতে আসে স্বপন মনের।
সুখে-দুখে মাখামাখি অবস্থা গতিক,
লোভহীন ভালোবাসা জীবন সঠিক।