শুক্রবার দুপুরে উপজেলার পঞ্চকরণ ইউনিয়ন পরিষদ মাঠে ইউনিয়ন মহিলা দলের আয়োজনে উপজেলা মহিলা দলের সভাপতি শাহিন ফেরদৌস হ্যাপীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন বাগেরহাট-৩ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন।
অন্যানোর মধ্যে বক্তৃতা করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক রাসেল আল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সাবিনা ইয়াসমিন টুলু, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন তালুকদার, ইউনিয়ন মহিলা দলের সাধারণ সম্পাদক লাইজুন নাহার লুচি, মহিলা দল নেত্রী জিন্নাত আরা নার্গিস, রোজিনা বেগমসহ সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
প্রধান আতিথি জেলা বিএনপি নেতা খায়রুজ্জামান শিপন আরও বলেন, পিআর পদ্ধতি এ দেশের সাধারণ মানুষ বোঝে না। বিএনপি ক্ষমতায় থাকলে দেশে শিক্ষা, যোগাযোগ ব্যবস্থাসহ বিভিন্ন উন্নয়ন মূলক রাষ্ট্রীয় কাজে আমুল পরিবর্তন হবে। তাই ধানের শীষে ভোট দিয়ে বিজয় করার আহ্বান জানান তিনি।