কলমেঃ আল হাফিজ
সহসা এক লোকের সাথে
হলো আমার দেখা,
করুন সুরে বললেন তিনি
আমি বড় একা।
দুনিয়ার বুকে একটি শাবক
ছিলো আমার ঘরে,
চাকরি পেয়ে মোদের ছেড়ে
চলে গেছে দূরে।
মাথার রক্ত পায়ে ঢেলে
করছি অনেক কামাই,
সেটা দিয়ে এই ছেলেকে
বিসিএস ক্যাডার বানাই।
আজকে আমায় দেখার মতো
আর তো কেহ নাই,
তাইতো আমি পেটের দায়ে
অন্যের দ্বারে যাই।
এমন ছেলে না হয় যেনো
কোনো লোকের ঘরে,
এটাই আমি দোয়া করি
মহান রবের তরে।