কলমেঃ চন্দনা রানী
জানিনা কেন এমন অনুভব হয়,
জীবন যেন এক অচেনা পথ।
বেঁচে থাকার ইচ্ছা ছিল প্রবল,
কিন্তু কেন যেন হারিয়ে যাচ্ছে একে একে সব।
একটি বিষাক্ত শব্দের ছোঁয়ায়,
মাঝে মাঝে মৃত্যু আসন্ন মনে হয়।
বেঁচে থাকার লড়াই আমার ছিল,
কিন্তু এক নিমেষে সব কিছু ফুরিয়ে যাবে,
হয়তো এখনই শেষ হবে যাত্রা,
মনের গভীরে একটা শূন্যতা।
একটি কষ্ট, একটুকু বিষ,
আমাকে টেনে নিয়ে যাবে কোথাও তা অজানা।
হয়তো এই হবে আমার পরিণতি,
একটি অকাল বিদায়, চিরকালীন নীরবতা।
কিন্তু জানি, এই গহীনে,
আমার অস্তিত্ব একদিন ভাসবে আকাশে।