কলমেঃ মোহাম্মদ সহিদুল আলম
বাবা- মা আমার সারাটি জীবন কাটিয়েছেন সাহিত্য আর লেখালেখি নিয়ে! যদিও আমি ছিলাম ছোট, দেখেছি রোজ বিকেলে বাবার কাছে আসতেন শহরের কেহ না কেহ কবি গুণীজন।
সকাল- বিকেল- সন্ধ্যায়, মনের জানালায় ফেলে আসা দিনগুলো, বারবার মনে পড়ে! মনে হয়, প্রিয়জনদের সাথে একটু কথা বললে মন ভালো লাগবে।
সময়ের সাথে সাথে আমরা একটু একটু করে হারিয়ে যাচ্ছি বেলা-অবেলায়! মন বলে বেলা যেন ডুবে না যায়! বাবা-মা সময়ে সৌজন্য সাক্ষাৎকার ছিল ঘন ঘন।
সময়ের পরিবর্তনে যোগাযোগ নেই আগের মত। প্রয়োজন ছাড়া যোগাযোগ বিরল! আজ মানুষ ছুটছে উদ্ধ গতিতে, শত বাধা পেরিয়ে, জনপ্রিয়তা আর জীবন গড়ার লক্ষ্যে।
মূলত সুবিধা সন্ধ্যানী জনসংখ্যাই বেশি! সম্মান, মায়া-মমতা, শ্রদ্ধা ভালোবাসা হয়েছে মেকি! মানুষের সাথে মানুষের যোগাযোগের ব্যবস্থা সহজ হলেও মনের দূরত্ব আকাশ পাতাল, কারো কারো ক্ষেত্রে এর চেয়েও বেশি! মোট কথা এটাই বাস্তবতা, অতঃপর, এরই নাম জীবন।