
লাল সবুজের দেশে
আমার দেশে সূর্য উঠে
রক্ত লাল হয়ে।
সাত সকালে মাঝি ভাই,
নৌকা চলে বয়ে।
ফুল বাগিচায় ফুলেরা সব,
উঠলো ফুটে হেঁসে।
নীল আকাশে মেঘেরা যেন,
যাচ্ছে ভেসে ভেসে।
সূর্য এসে মাথার উপর,
দাড়ায় যখন ঠিক।
মৃদু ঢেউয়ে জলগুলো সব,
করছে চিক চিক।
গাছে গাছে পাখি ডাকে,
নানা সুরে সুরে।
ময়না কোকিল বাসা বাঁধে,
জায় না তারা দুরে।
মুক্ত হাওয়ায় শীতল বাতাস,
জুড়াই বসে শরীর।
ধুসর হয়ে গোধূলির সূর্য,
ঈশান কোনে গড়িল।
সূর্য মামা ডুবলো এবার,
সাগর জলে শেষে।
লাগলে ভালো আসতে পারো,
লাল সবুজের দেশে।
লাল সবুজের টিয়ে
গাছের ডালে বসলো এসে,
লাল সবুজের টিয়ে।
সবুজ শাড়ি পড়েছে আজ,
আলতা পায়ে দিয়ে।
হাত ছানি দিয়ে ডাকছে খোকা,
এসো মোদের বাড়ি।
তোমায় নিয়ে দেব আমি,
মেঘের দেশে পারি।
প্রজাপতি বলছে ডেকে ওরে,
দাঁড়াও ছোট্ট খোকা।
দেখছি তবে তুমি এখন,
আগের মতন বোকা।
খুকি বলছে দাঁড়াও এবার,
লাল সবুজের টিয়ে।
মেঘের দেশে আমিও যাবো।
যাও না আমায় নিয়ে।
মাঘের কাছে সেরা তুমি
সবাই যখন থাকে দুরে,
মা থাকে কাছে।
মা ছাড়া অন্য কেহ,
থাকে না পাশে।
মা কাছে এসে তোমার,
খোঁজ খবর লয়।
সুখ দুঃখ হাসি কান্নার,
দুটো কথা কয়।
মায়ের সাথে বল্লে কথা,
কি যে ভালো লাগে।
মায়ের মুখে হাসির কথা,
স্বপ্ন ছোঁ’ য়া জাগে।
মায়ের মত এই দুনিয়ায়,
বাসে না অতো ভালো।
মায়ের কাছে সেরা তুমি,
হও না যতো কালো।
কবি ও গীতিকার
মোঃ জাবেদুল ইসলাম
রমনীগঞ্জ, বড়খাতা, হাতীবান্ধা,
লালমনিরহাট, বাংলাদেশ।