বি.পি. শাকিলা জান্নাত, নিজস্ব প্রতিবেদক:
খুলনা আর্ট একাডেমি ৩৬, আয়েশা কটেজ, ইকবাল নগর স্কুলের পূর্ব পাশে, খুলনা। এটি একটি সংস্কৃতিক প্রতিষ্ঠান।খুলনা আর্ট একাডেমির প্রতিভাবান শিশু শিল্পী যাহরুন তার শিল্পযাত্রার ৬৩তম পুরস্কার অর্জন করে আজ খুলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাস স্যারের কাছে আনন্দে ছুটে আসে।যাহরুন এবার জোহরা খাতুন শিশু বিদ্যানিকেতন আয়োজিত আন্তঃস্কুল বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৫-এ চিত্রাঙ্কনে দ্বিতীয় স্থান এবং আবৃত্তিতে তৃতীয় স্থান অর্জন করেছে। দুটি পুরস্কার মিলে এটি তার জীবনের ৬৩তম সাফল্য, যা খুলনা আর্ট একাডেমি পরিবারের জন্য গর্বের অর্জন।পুরস্কার প্রাপ্তির সংবাদে আনন্দিত চিত্রশিল্পী মিলন বিশ্বাস স্যার যাহরুনকে কোলে তুলে নিয়ে অভিনন্দন জানান। তিনি উপস্থিত সকল শিক্ষার্থীদের সঙ্গে এই খুশির মুহূর্ত ভাগ করে নিতে চকলেট বিতরণ করেন এবং যাহরুনের হাতে আশীর্বাদস্বরূপ একটি পেন্সিল তুলে দেন।তিনি বলেন, “খুলনা আর্ট একাডেমির শিক্ষার্থীরা সবসময় সৃজনশীলতা ও মেধার দিক থেকে অনন্য। এর আগেও আমাদের শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ে সাফল্য অর্জন করেছে কেউ যশোর বোর্ডে দ্বিতীয় স্থান, কেউ আবার বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে প্রথম স্থান অধিকার করেছে। যাহরুনও একদিন পড়াশোনা ও শিল্পচর্চা উভয়ক্ষেত্রে সাফল্যের শিখরে পৌঁছাবে এই আশীর্বাদ করি।”এই সময় যাহরুনের মা খুলনা আর্ট একাডেমির পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাসকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান সন্তানের প্রতিভা বিকাশে তাঁর দিকনির্দেশনার জন্য।বর্তমানে যাহরুন প্রথম শ্রেণিতে অধ্যয়নরত। ছবি আঁকা, আবৃত্তি ও সংগীত এই তিন ক্ষেত্রেই সে অসাধারণ পারদর্শিতা প্রদর্শন করছে। তার সাফল্যের পেছনে রয়েছে সচেতন ও সহৃদয় পিতা-মাতার নিরলস সহযোগিতা, যা খুলনা আর্ট একাডেমি গভীরভাবে প্রশংসা করে।খুলনা আর্ট একাডেমি পরিবারের পক্ষ থেকে আমাদের প্রিয় শিশু শিল্পী যাহরুনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
আমাদের কামনা, যাহরুনের পথচলা হোক আরও সাফল্যমণ্ডিত, উজ্জ্বল ও অনুপ্রেরণাময়।