শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৫:৪৪ পূর্বাহ্ন

তিস্তা নদী ভাঙ্গনে ইমারজেন্সি ওয়ার্ক সম্পন্ন করার জন্য মানববন্ধন

Coder Boss
  • Update Time : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৩৪ Time View

 

মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার নীলফামারী

নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নের ঝাড় সিংহেশ্বর ১নং ওয়ার্ড টি হেড-এ ডালিয়া পানি উন্নয়ন বিভাগ কর্তৃক ঘোষিত ইমারজেন্সি ওয়ার্ক সম্পন্ন করার জন্য মানববন্ধন করেন এলাকাবাসীগণ।

শনিবার (১৮ অক্টোবর) বিকেলে ঝাড় সিংহেশ্বর ১নং ওয়ার্ডে টি-বাধের উপরে শতাধিক নারী-পুরুষ, তরুন ও তরুনী মানববন্ধনে অংশগ্রহন করেন।

জানা যায়, গত (৬ অক্টোবর-২০২৫) ভারী বর্ষনের ফলে ভারত থেকে নেমে আসা উজানের ঢলে তিস্তা নদীর পানি হঠাৎ বৃদ্ধি পাওয়ায় টি-বাধের উপর দিয়ে পানি প্রাবাহিত হইলে এলাকাবাসীগণ তাৎক্ষনিক ডালিয়া পানি উন্নয়ন বোর্ডেকে অবগত করলে কর্তৃপক্ষ সেখানে জিও ব্যাগ ও টিউব দিয়ে বাধটি রক্ষা করেন। কয়েক দিনের খরায় তিস্তার পানি কিছুটা নেমে আসায় টি-বাধসহ আশপাশে ফসলি জমি, ঘরবাড়ীর ভাঙ্গনের কবলে পড়লে পানি উন্নয়ন বোর্ড ইমারজেন্সি ওয়ার্ক সম্পন্ন করার জন্য প্রায় ২ হাজার ৫শত জিও ব্যাগ ও টিউব প্রদান করেন নদী ভাঙ্গন প্রতিরোধের জন্য।

এ বিষয় অত্র এলাকার বীরমুক্তিযোদ্ধা হবিবর রহমান জানান, তিস্তা নদীর চর থেকে বালু সংগ্রহ করে জিও ব্যাগ ভর্তি করে ভাঙ্গন প্রতিরোধে কাজটি চলমান অবস্থায় কালীগঞ্জ বিওপি’র সুবেদার আনোয়ারুল হক সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে চলমান কাজটি বন্ধ করেন।

অত্র এলাকার আঃ হাকিম, ছমির আলী, আজিজুল ইসলাম ও কমলা বেগমসহ আরো অনেকে জানান, বর্তমানে টি বাধটি জিও বালু ব্যাগ দিয়ে কাজটি সম্পন্ন না হইলে আমাদের আবাদী ফসলি জমি ও ঘরবাড়ী বিলিন হওয়ার পথে। যে কোন মুহুর্তে তিস্তা নদীর পানি বৃদ্ধি পাইলে আমাদের প্রায় ১০ হাজার পরিবারের লোকজন সহ গবাদি পশু, ঘরবাড়ী ব্যাপক ক্ষয়ক্ষতির আশংকা রহিয়াছে। আমরা প্রতিনিয়তই দুশ্চিন্তার মধ্যে বসবাস করছি। তাই উর্দ্বতন কর্তৃপক্ষের নিকট আমাদের একটাই দাবী আমাদের কাজে যেন কোন বাধা না আসে।

এব্যাপারে ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন যে, ডালিয়া পানি উন্নয়ন বিভাগ কর্তৃক টি বাধটি ভাঙ্গন প্রতিরোধে ইমারজেন্সি ওয়ার্ক সম্পন্ন করার জন্য সেখানে জিও বালু ব্যাগ ও জিও টিউব বরাদ্দ প্রদান করা হয়েছে। আমি আশা রাখি কাজটি দ্রæত সম্পন্ন হইলে তিস্তা পাড়ের লোকজন নদী ভাঙ্গন কবল হইতে রক্ষা পাবে।

এ প্রসঙ্গে ডিমলা উপজেলার কালীগঞ্জ বিওপি ক্যাম্পের সুবেদার আনোয়ারুল হকের সাথে কাজ বন্ধ করার বিষয় জানতে চাহিলে তিনি জানান নদী থেকে বালু ও মাটি উত্তোলন করার কোন ধরনের নির্দেশনা না থাকায় কাজটি বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানান।

মানববন্ধনে এলাকাবাসীগণ আরও জানান, জনস্বার্থে চলমান জিও ব্যাগ দিয়ে ডাম্পিং কাজটি হঠাৎ কালীগঞ্জ বিওপি ক্যাম্পের সুবেদার আনোয়ারুল হক বন্ধ করে দেওয়ায় আমরা টি বাধটি নিয়ে হতাশায় দিন কাটাচ্ছি, জানি না কি স্বার্থের কারনে কাজটি বন্ধ করে দেওয়া হল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102