
এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধি
নিয়ামতপুরে ন্যাশনাল ব্যাংক লিমিটেড পিএলসি এর সাথে নিয়ামতপুর পেস্টিসাইড অফিসার এসোসিয়েশনের সকল সদস্যদের সাথে ব্যাংকিং সেবা ও সেবার মান উন্নয়ন নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৮ (অক্টোবর) শনিবার দুপুরে নিয়ামতপুর পেস্টিসাইড অফিসার এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিনের সঞ্চালনায় নিয়ামতপুর কমিউনিটি এন্ড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন
নিয়ামতপুর পেস্টিসাইড অফিসার এসোসিয়েশনের
সভাপতি ইউনুস আলী।
এ সময় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশদভাবে আলোচনা করেন নিয়ামতপুর ন্যাশনাল ব্যাংকের শাখা ব্যবস্থাপক কিশোর কুমার সরকার।
মতবিনিময় সভায় বক্তৃতা করেন নিয়ামতপুর ন্যাশনাল ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মোঃ শাহ নেওয়াজ, নিয়ামতপুর পেস্টিসাইড অফিসার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, নিয়ামতপুর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান শাজু প্রমূখ।
আলোচনার বক্তারা বলেন, ব্যাংকিং সেবা সহজেই এলাকাবাসীর দোরগোড়ায় পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ন্যাশনাল ব্যাংকের সকল অফিসার। সরকারের পট পরিবর্তনের পর ন্যাশনাল ব্যাংক কিছুটা সমস্যায় পড়েছিলো, এখন আল্লাহ রহমতে সমস্যার উত্তরন ঘটেছে। বর্তমানে স্বাভাবিক ভাবেই ব্যাংকিং সেবা পাচ্ছে গ্রাহকগণ।