একটা কন্ঠস্বর
একটা কন্ঠস্বর ভাবায় অনেক কিছু,
ইয়া আলি গান হৃদয়ে গেঁথে মাথাপিছু।
সবার মনে কন্ঠটা রয়ে ছিলো গানের জন্য,
গানটা সেরা তার জন্য, সবার মধ্যে তিনি আলোকিত,
বাচনভঙ্গি তে পুলকিত, সেটাই ছিলো প্রাণ প্রিয়।
একটা কন্ঠস্বর ছিলো ইতিবাচক,
মানত ও ভালোবাসত তাকে,ছিলো তার সবার ঘরে বসত।
বড়ো দাদার মতো তার চলন, তিনি সকলের আপন।
একটা কন্ঠস্বর মিষ্টি, শক্ত, জোড়দার,
একটা কন্ঠ সকলকে করে আকর্ষণ,
শান্ত ও মাথা ঠান্ডা করে অনির্বাণ।
আগ্রহ বাড়ায়,গানের ভুবনে রাখায়।
সৃষ্টিশীল হতে ভাবায়, গুণী তৈরী করায়।
ছন্দে তারা
ছন্দে তারা জ্যোৎস্না ভরা মাখো মাখো,
উত্তাল মনে আনন্দের বলিষ্ঠ লেখা ধরো,
দোতারা নামে বাজনা বাজে সুর ধরো,
ছন্দে ছন্দে উত্তাল মনে বিকশিত ,
বলিষ্ঠ জীবন সোপানে মধ্যাহ্ন গগনে নিয়জিত নিমজ্জিত,
হৃদয় বন্দনা নতুন প্রতিভার সন্ধানে উন্মত্ত,
তালে তালে সকল জাতির মননে মুগ্ধতা বিলাসে যত্ন।