কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম
আমার সারা জীবনটা বেদনায় আছন্ন
ব্যর্থতায় ভরা একাকিত্বের যন্ত্রণা,
কাশ বনের কন্যা নিয়ে শুরু হোলো জীবন
আভিজাত্য ছিলো তার, তবে আমার গ্রাম্য পরিবারে
বপন করে নাই কুমন্ত্রণা!
অশ্ব তেজী যৌবনে মনে হতো, মীমাংসিত আমার জীবন
আজ অনন্তকালের পথে চলে এসেছি, ডেকে বলে মন!
একদিন তার চোখে ষড় ঋতু দেখতাম গহীন কৃষ্ণ চোখে
প্রেম দেখতাম একচোখে অন্যটায় শুধু আমি একজন!
তুমি বলো, নীরবতা কি কোন অব্যক্ত কথার ভাষা
নির্বাক থেকে সবাক হয়ে বলো, তুমি অপরাজিতা,
আমি মুর্খ তাই বুঝিনি তোমার প্রণয়ন রসায়ন
গঞ্জনা লাঞ্ছনা সয়েছো সংসার সমুদ্রে সাঁতার কেটে,
বলোনি তবু যা-তা!
আমার মনের গহীনে তোমার মুরতি খানি
মায়ার সমুদ্র এ হৃদয় থেকে, হারিয়ে যায়নি!
ওগো পূজারিণী বিনয় নম্রতা সংসার জীবনে যদি কখনও হারিয়ে যায়
নির্বাক নয়, মনে রেখো বাহুডোরে বাঁধি যতবার, তোমায় ছাড়া আর কাউকেই চাইনি!