
কলমেঃ রতন চন্দ্র সরকার
মৃত্যু ভয় বলো কার না হয়
সবার মৃত্যু একদিন হবে নিশ্চয়
তবুও কেন মানুষের মনে
মৃত্যুকে এতো ভয়।
মৃত্যু ভয়ে কাতর হয়ে
মৃত্যুকেই কাছে ডাকি
কল্পনার জগতে ভেসে বেরিয়ে
ধ্বংস করি জীবনখানি
মৃত্যু যখন হবেই একদিন,
তবে মৃত্যুকে করে আলিঙ্গন
ত্যাজ্য করি ইহো জগতের
যত আছে মায়ার শৃঙ্খল
এসো দুর করে মনের ভয়
বিশ্বকে করি জয়
দুর্বার মতো এগিয়ে চলি
দুরে রেখে মৃত্যু ভয়।
মৃত্যু যখন হবেই একদিন
থামাতে পারবে না কেহ
মন থেকে তাই তুমি তোমার
ভয়কে মুছে ফেলো।