কলমেঃ কাকলি রানী ঘোষ
চলেছে পথিক দলে দলে।
নতুন সূর্যে ভোরের আগমন।
আলোয় আলোয় ভরাবে প্রাণ।
মনের সিংহাসনে রাখি তোমায়।
মন ময়ূরী নৃত্য করে কলরবে।
সত্যের সন্ধান করে চলে,
ওই পথিকের দল।
দূর হবে সকল অন্ধকার।
করুণাভরে ডাকবে তুমি।
চির অক্ষত হবে এই প্রাণ।
আকাশে বাতাসে সুরের বাণী।
প্রাণে প্রাণে জেগেছে আলোর ভুবন।
পাখিরা উড়বে মুক্ত ডানায়।
সোনার তরী চলবে নদী মোহনায়।
প্রীতির বন্ধনে দিবে সাড়া,
পথিক চলেছে দলে দলে,
সত্যের সন্ধানে,
শূন্যতার মাঝে খুঁজে ফেরে
জীবনের মানে।
শুধুই অজানায় পথ চলা।
জিজ্ঞাসার কাতরতা,
সুরে সুরে ভাসে।