কলমে: প্রিয়াংকা নিয়োগী
তুমি আমার জীবন,
আমার স্বপ্ন,
রাতের আলো ভরসা,
তোমায় নিয়ে শপথ,
রাখব প্রতিদিনের চিঠিখানা।
সবুজ ও হলুদ উষ্ণতার মৃদু মিষ্টত্ব,
দারুণ প্রলেপের দৃষ্ট।
আদুরে হাবভাব,
মুহুর্ত তিষ্ট।
তুমি আমার পানে তাকিয়ে,
থাকবে চিরকাল প্রতিজ্ঞাবদ্ধ।
আমি তোমার স্বপ্নের উড়ান,
দক্ষিণা হাওয়ায় বিবরণ,
তোমার শান্ত পথ চলা,
গাঁদা ফুলের শোভা,
মন পড়ে ফেলার রুপকথা।
হাজার বাক্য প্রকাশের,
সহ্যের একজন।
আমি তোমার মুখে তাকিয়ে,
ভরসা ও বিশ্বাস পাবো চিরকাল।